Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংষ্কৃতি

নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির বসবাস রয়েছে । বাঙ্গালী জাতির সাথে শত শত বৎসর যাবৎ তাদের সাতন্ত্র বজায় রেখে অত্যন্ত সৌহার্দপূর্ন ও সাম্প্রদায়িক সম্প্রতির সহিত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি বসবাস করছে । নিম্নে নলডাঙ্গা উপজেলায় বসবাসরত  ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির জীবনযাত্রা, ভাষা ও সংস্কৃতির বর্ননা দেয়া হলো ।

 

নাটোর সদর উপজেলাধীন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরবর্ণনা

 

নাটোর সদর উপজেলায়- ৫ টি ইউনিয়নে ৪৭ টি গ্রামে ১০ টি সম্প্রদায় (গোত্র) ভূক্ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি  যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এরা মূলত সনাতন/প্রকৃতিও  খ্রিস্টান ধর্ম পালন করে। সেই সাথে নিজস্ব জাতিগত (গোত্র ভিত্তিক) কৃষ্টি কালচার পালন ও নিজ নিজ ভাষায় কথা বলে। আদিবাসীদের প্রায় ৯৭% লোক কৃষি কাজের সাথে জড়িত। তাদের প্রায় ৯৫% লোকের নিজস্ব কৃষি জমি না থাকায় নারী-পুরম্নষ উভয়ই দিন মজুরী কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। শিক্ষার হার অত্যমত্ম নগণ্য। উচ্চ ও কারিগরী শিক্ষা নেই বললেই চলে। তারা দুঃখ কষ্টের মধ্যেও তাদের নিজস্ব কৃষ্টি কালচার পালন করে এবং আনন্দ উলস্নাসের মধ্যে থাকতে ভালোবাসে।

 

ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরসম্প্রদায়/গোত্র এবং উপজেলা ভিত্তিক সংখ্যা নিরুপণের ছকঃ-

ক্র: নং

জেলার নাম

উপজেলার নাম

উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরগোত্রের  নাম

ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির  বসাবসরত গ্রাম সমূহের নাম (গোত্রভিত্তিক)

উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি  সংখ্যা মোট

(গোত্র ভিত্তিক)

০১

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নাটোর

 

 

 

 

 

 

 

 

 

 


নলডাঙ্গা

পাহান

শংকরভাগ, দরাপপুর,হাজরানাটোর, নবীকৃষ্ণপুর, সুলতানপুর, একডালা, গোকূলনগর, তেলকুপি, সেনভাগ, আব্দুলপুর, খোলাবাড়ীয়া, রাঘাট, কাঁকবাড়ীয়া ধরাইল।

৭৩২৫

০২

উরাও

খোলাবাড়ীয়া, সুলতানপুর, মোমিনপর, আগদিঘা, লোচনগড়

৬১২৭

    
 

 

 

 
    
    
    
    

 

   

০৩

সিং

মির্জাপুর,একডালা

৬৩৭

০৪

তুরি

মাধনগর 

৩৮

    
    
    

০৫

বাসফোর

বাসদেবরপুর

৬৯

০৬

সাঁওতাল

বেলঘরিয়া, শিবপুর, নসরৎপুর, জালালাবাদ

১০৭৩

০৭

মুন্ডা

শংকরভাগ, দরাপপুর, নবীকৃষ্ণপুর, হাজরানাটোর, সুলতানপুর, একডালা, গোকূলনগর, তেলকুপি, সেনভাগ, আব্দুলপুর, খোলাবাড়ীয়া, রাঘাট, কাঁকবাড়ীয়া ধরাইল।

৩২৯

০৮

লোহার

মিরজাপুর, একডালা

৩৫৯