Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাধনগর রথ বাড়ী
স্থান
মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর গ্রামে অবস্থিত
কিভাবে যাওয়া যায়
নলডাঙ্গা উপজেলা হইতে ভ্যান, অটো রিক্সা, মটর সাইকেল, নছিম এ চরে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে মাধনগর রথ বাড়ী
বিস্তারিত

নলডাঙ্গা উপজেলার মাধরনগ ইউনিয়নে মাধনগর রথ বাড়ী অবস্থিত।

                   মাধনগরের রথ

মাধনগরের এই রথটি উপমহাদেশের বৃহৎ ও প্রাচীনতম। ১৮৬৭ সালে পাবনার দিলালপুরের জমিদার যামিনী সুন্দরী বসাক এই রথটি প্রতিষ্ঠা করেদেন। রথের মালিকানায় ছিলেন নাটোরের জমিদার শৈলবালা ও কালিদাসী। প্রতি বছর আষাঢ় মাসের তিথি অনুসারে এখানে  মাস ব্যাপী রথের মেলা ও পুঁজা অর্চনা হত। বীরকুৎসা ও গোয়ালকান্দির জমিদারের হাতি এসে রথ যাত্রায় অংশ নিত এবং রথ টানার কাজ করতো। এখানকার যাবতীয় খরচপাবনার দিলালপুরের জমিদার যামিনী সুন্দরী স্টেট থেকে আসতো। ১৮৬৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যামিনী সুন্দরী বসাকএই ব্যায় ভার বহন করতেন। দেশ বিভাগের পর আর কোন অনুষ্ঠান হয়নি। ২০১২ সাল থেকে স্থানীয় হিন্দু-মুসলিম মিলে আবারও রথের মেলা ও হিন্দু সম্প্রদায়ের পূঁজা অর্চনা শুরু হয়। রথের নামে বর্তমানে ১৫ বিঘা জমি আছে। রথটি রক্ষণাবেক্ষন, পূঁজা অর্চনা করছেন পিন্টু অধিকারী।

 

যোগাযোগ:

ভ্যান, অটো রিক্সা, মটর সাইকেল, নছিম এ চরে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে মাধনগর রথ বাড়ী