নলডাঙ্গা উপজেলায় নদীর সংখ্যা ০৪টি (বারনই, হুজা, গদাই, মরাআত্রাই) নলডাঙ্গা উপজেলার উল্লেখেযোগ্য নদী হলো বারনই নদী । এটি নলডাঙ্গা উপজেলার ০৪টি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ১৯৪৭ সালে স্থানীয় জনগনের উদ্যোগে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলাধীন বারনইনদীর তীর ঘেঁষে প্রতিষ্ঠত হয় নলডাঙ্গার হাট। আর একেই ঘিরে নলডাঙ্গা নাম করণের সুচনা হয়। সেখানকার ধান, মাছ এবংবারনই নদীর মাছ ও নদীপথ এই হাটের জন্য আর্শীবাদ হয়ে দাঁড়ায়। ১নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে বয়ে চলা বরানই নদী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS